সাফারি চিক। সম্প্রতি আফ্রিকা থেকে বেড়িয়ে ফিরে নিজের ছবির নিচে এই ক্যাপশনই পোস্ট করলেন বলিউড ডিভা করিনা কাপুর খান। ওই ছবিতে দেখা যাচ্ছে পায়জামার উপর শার্ট, তার উপর হাতকাটা একটি জ্যাকেট পরেছেন করিনা। হুড খোলা জিপে অভিনেত্রীর চোখে রোদ চশমা। করিনার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে একটি গাছের তলায় দাঁড়িয়ে দুই সিংহী। দিন কয়েক আগেই স্বামী সইফ আলি খান ও দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গিরকে নিয়ে আফ্রিকার জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন করিনা।
গত শুক্রবার থেকে করিনার ইনস্ট্রায় ঢুঁ মারলেই দেখা যাচ্ছে আফ্রিকার জঙ্গলের ছবি। কখনও জিরাফ, কখনও জেবরার ছবি ভরে তাঁর ইনস্ট্রা পেজে। আর নিচে হাজারো ক্যাপশন। হাতে তাঁর অনেক ছবি রয়েছে। তাই তাড়াতাড়ি করেই পরিবারের সঙ্গে বেড়িয়ে এসেছেন। কারণ, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে দ্য ক্রুয়ের শুটিং। ওই ছবিতে করিনার সঙ্গেই আছেন কৃতি শ্যানন, তাবু, দলজিৎ দোসানের মতো তারকারা। সুজয় ঘোষের একটি ছবিতেই অভিনয় করছেন করিনা।
শুধু করিনা নয়, ব্যস্ত হয়ে পড়বেন সইফও। তাই চট করে আফ্রিকাটা তৈমুর ও জাঙ্গাঙ্গিরকে দেখিয়ে দেওয়া। কারণ, মুক্তির অপেক্ষায় রয়েছে আদিপুরুষ। যেখানে সইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কৃতি এবং প্রভাস।