সইফ-করিনার বিয়ের প্রায় একযুগ হতে চলল। দীর্ঘ ১১ বছর সংসার করার পর ফের কনের সাজে দেখা গেলা নবাব ঘরণীকে। রীতিমতো লাল টুকটুকে টিপ, সিঁদুররঙা শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন করিনা (Kareena Kapoor )। কিন্তু দেবীপক্ষের শুরুতে হঠাৎ এমন রূপে কেন ধরা দিলেন করিনা?
আসলে সুপরিচিত ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা (Masaba Gupta) তাঁর 'লেবেল হাউস অফ মাসাবা'র জন্য একটি নতুন ব্রাইডাল কালেকশন চালু করেছেন। আর এই কালেকশনেরই মুখ নবাবঘরণী। মাসাবার এই নয়া কালেকশনের প্রথম প্রদর্শনে লাল টুকটুকে শাড়ি পরে কনে রূপে ধরা দিয়েছেন করিনা।
মাসাবা কারিনার একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসী বেবো কখনও লাল টুকটুকে শাড়ি পরেছেন, আবার কখনও গায়ে গলিয়ে নিয়েছেন লেহেঙ্গা। তাঁর প্রত্যেক পোশাকেই রয়েছে আধুনিকতার ছোঁয়া।
আরও পড়ুন - ভারত-বাংলাদেশ ম্যাচে টানটান উত্তেজনা, পদ্মাপাড়ে বসে কাদের হয়ে গলা ফাটাচ্ছেন সৃজিত?
মাসাবা তাঁর এই নতুন কালেকশন উৎসর্গ করেছেন প্রত্যেক আধুনিক নারীকে, যারা ব্যক্তিত্বের অধিকারী এবং বাস্তবতায় বিশ্বাসী। মাসাবার এই কালেকশন ভারতের রাজকীয় ইতিহাস ও নারীদের প্রতি শ্রদ্ধার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।