বাঙালি নস্টালজিয়ায় বাঁচে। তা বলে ভূতেও ? ভুল-ভুলাইয়া ছবির কথা মাথায় আসলে এই উত্তরেও বোধহয় 'হ্যাঁ' বলতেই হয়। বাঙালির কাছে মঞ্জুলিকা তো এক নস্টালজিয়াই বটে। উৎসবের মরশুমের আগে বাঙালির ভূত 'প্রেম' ফিরিয়ে দিল একটি ছোট্ট টিজার।
যেখানে ভূত তাড়াতে ফের হাজির রুহ বাবা। এবার তাঁকে লড়তে হবে ভয়ঙ্কর মঞ্জুলিকার সঙ্গে। কারণ মঞ্জুলিকার সিংহাসন কেন দিয়ে দেওয়া হয়েছে অন্য কাউকে এই জবাব খুঁজতেই সে আসছে। চলতি দীপাবলিতেই মুখোমুখি হতে চলেছে রুহ বাবা ও মঞ্জুলিকা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে জনপ্রিয় হরর ও কমেডি 'ভুল ভুলাইয়া'-র তৃতীয় ছবির টিজার।
শুক্রবার ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি গায়ে কাঁটা দেওয়া টিজার রিলিজ করেছে। এই টিজার শুরু হয় 'শাঁকচুন্নি.....' সহ বেশ কয়েকটি বাংলা গালিগালাজ দিয়ে। যা দিতে শোনা যায় বিদ্যা বালানকে। এরপরই নেপথ্যে শোনা যেতে থাকে কার্তিক আরিয়ানের গলা। কার্তিককে বলতে শোনা যায়, 'কী ভাবছেন গল্প শেষ হয়ে গেছে? দরজা তো বন্ধ হয়েই যায় খোলা জন্য।' সঙ্গে উপরি পাওনা কার্তিক এবং তৃপ্তির হালকা রোম্যান্সের দৃশ্য।
২০০৭ সালে মুক্তি পায় 'ভুল ভুলাইয়া'। এই ছবির বিদ্যা বালন অভিনীত মঞ্জুলিকা চরিত্রটি মনে গেঁথে যায় দর্শকদের। এর পর 'ভুল ভুলাইয়া' ছবির দ্বিতীয় পার্ট আসে। ওই ছবিতে দেখা যায়নি বিদ্যাকে। ভুল ভুলাইয়া - ৩ টিজারে বিদ্যাকে দেখে স্বাভাবিক ভাবেই খুশি দর্শকরা। এছাড়াও এই টিজারে শোনা গেল, 'আমি যে তোমার গানটি, এমনকি বাদ গেল না ভুল ভুলাইয়ার হরে কৃষ্ণ হরে রাম গানটিও।