দেশে থেকে বিদেশ, বলিউড থেকে হলিউড সর্বত্রই ছড়িয়ে রয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) অনুরাগী । তিনি আসলেই 'বলিউডের বাদশা' । তাঁকে একঝলক দেখার জন্য, কত অনুরাগী তাঁর বাড়ির সামনে ভিড় জমায় । তবে আপনারা হয়তো অনেকেই জানেন না, কার্তিক আরিয়ান (Kartik Aryan) আসলে শাহরুখের 'জাবরা' ফ্যান ।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, প্রথমবার মুম্বইয়ে এসেই মন্নতে গিয়েছিলেন তিনি । মন্নতের বাইরে আর পাঁচজন অনুরাগীদের মতো প্রিয় তারকাকে দেখার জন্য তিনিও অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ।
কার্তিক বলেন, "আমি যখন প্রথমবার মুম্বইয়ে (Mumbai) আসি, তখন একজন সাধারণ ভক্ত হিসাবেই মন্নতের বাইরে পৌঁছে গিয়েছিলাম । দিনটা ছিল রবিবার । সবাই জানে যে, ওইদিন মন্নতের বাইরে জড়ো হওয়া ভক্তদের সঙ্গে দেখা করেন স্যার (শাহরুখ) । ভক্তদের উদ্দেশে হাত নাড়েন । সেদিন, আমার ভাগ্য ভাল ছিল । গাড়ি করেই কাজের উদ্দেশ্যে সেদিন বাড়ি থেকে বেড়োচ্ছিলেন শাহরুখ । সুযোগ পেয়েই তাঁর সঙ্গে একটি সেলফি তুলে নিই । "
শাহরুখকে কখনও এই সেলফি তোলার ব্যাপারটি কি বলেছেন কার্তিক ? অভিনেতা হেসে জবাব দেন, "না, আমি ওঁকে কোনওদিনও একথা বলিনি ।"
শেষ 'ধামাকা' (Dhamaka) ছবিতে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে । এরপর রোহিত ধাওয়ানের ‘শাহজাদা’ (Shehzada) ছবিতে দেখা যাবে তাঁকে । তাঁর বিপরীতে অভিনয় করছেন কৃতি স্যানন (Kriti Sanon) ।