ভূতুড়ে দুনিয়ায় পা রাখলেন ক্যাটরিনা কইফ (katrina Kaif) । সঙ্গী আবার ইশান খট্টর (Ishaan Khattar) ও সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturbedi) । এখানেই শেষ নয় । এই ভূতুড়ে দুনিয়ায় সবাইকে স্বাগতও জানিয়েছেন তাঁরা । আর ভূতুড়ে জায়গার নাম ? 'ফোন ভূত' (Phone Bhoot)। ভাবছেন ব্যাপারটা কী ?
আসলে,ক্যাটরিনার পরবর্তী ছবির নাম 'ফোন ভূত'। সম্প্রতি, ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে । আর সেখানেই নির্মাতারা জানিয়ে দিয়েছেন ছবি মুক্তির দিন । চলতি বছর ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে 'ফোন ভূত'। ক্যাটরিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীকে । এই প্রথম তিনজনকে একসঙ্গে দেখা যাবে সিনেমায় । পোস্টারে একেবারে অন্য লুকে দেখা গিয়েছে তিনজনকে । ছবির পোস্টার শেয়ার করে নায়িকা লিখেছেন, "'ফোন ভূত'-এর জগতে আপনাদের সবাইকে স্বাগত । '
আরও পড়ুন, Shruti Das : দর্শকদের ইচ্ছায় অন্যরূপে পর্দায় ফিরছেন শ্রুতি, নিজেই জানালেন সুখবর
সোমবারই সিনেমার টিজার শেয়ার করেন নির্মাতারা । ক্যাপশনে লিখে জানিয়ে দেন, এক ভয়ানক কমেডি আসছে । আসলে, হাসি-মজার মোড়কে ভূতুড়ে গল্প বলবে এই সিনেমা । ছবির পরিচালনা করেছেন গুরমিত সিং । প্রযোজনায় রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারস এক্সেল এন্টারটেইনমেন্ট ।
'ফোন ভূত' ছাড়াও এক গুচ্ছ ছবি রয়েছে ক্যাটরিনার ঝুলিতে । সলমন খানের সঙ্গে 'টাইগার ৩', বিজয় সেতুপতির 'মেরি ক্রিসমাস' ছবিতে দেখা যাবে নায়িকাকে।