৭ই ফেব্রুয়ারি বিয়ের পর, রবিবারের জমকালো সন্ধ্যায় মুম্বইয়ের বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হয় সিড-কিয়ারার (Sid-Kiara Reception) গ্র্যান্ড রিসেপশন। এলাহি সেই অনুষ্ঠানে বসেছিল বলিউডের চাঁদের হাট। কিন্তু সমস্ত স্পটলাইট এদিন কেড়ে নিয়েছে সিড কিয়ারার অনবদ্য লুক। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে ছিল 'কালা চশমা' (Kala Chasma) গানে নব দম্পতির দুর্দান্ত পারফরম্যান্স।
কিয়ারার ভাই মিশাল আডভানি এই গানে নাচ শুরু করেন, তারপরেই তার সঙ্গে কোমর দোলান সিড কিয়ারাও। এদিনের জমকালো রিসেপশনে উপস্থিত ছিলেন করণ জোহর, আলিয়া ভাট, কাজল, অজয় দেবগণ, বরুণ ধাওয়ান, করিনা কাপুর সহ তাবড় তাবড় বলি সেলেবরা। মুম্বইয়ের এই সন্ধ্যার ছবি এখন দাপিয়ে বেড়াচ্ছে নেটপাড়া জুড়ে।