কাছের মানুষটার হাত সারা জীবনের জন্য ধরতে প্রস্তুত বলিউড ডিভা কিয়ারা আডবানি। রাজস্থানের জয়সলমীরে বসবে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর বিয়ের এলাহি আসর। এবার মুম্বই ছাড়লেন কিয়ারা। চললেন বিয়ে করতে। শনিবার সকালে মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন ডিজাইনার মনীশ মালহোত্রা। জয়সলমীরের উদ্দেশ্যে পাড়ি দিলেন হবু কনে। সঙ্গে ক্যামেরাবন্দি হলেন তাঁর পরিবারের লোকজনও।
কিয়ারার পরনে সাদা সালোয়ার গোলাপি ওড়না। উল্লেখ্য, রাজস্থানের জয়সলমীরের দুর্গেই আগামী ৬ ফেব্রুয়ারী বসার কথা সিড কিয়ারার এলাহি বিয়ের আসর। সেই বিয়ের উত্তাপ নিতে তৈরি দেশের কয়েক কোটি অনুরাগী। আজ থেকেই শুরু প্রাক বিবাহ নানা রীতিনীতি।