সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ছবি (Sidharth-Kiara Marriage) প্রকাশ্যে আসতেই বর-কনের পোশাক, গয়না নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে । আলিয়া, ক্যাটরিনাদের মতো তাঁদের বিয়ের পোশাকে কোনও নতুনত্ব আছে কি না কিংবা নববধূর গয়না কেমন ছিল, বিয়ের আংটি...এসব নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে রয়েছে । জানা গিয়েছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে সবথেকে বেশি নজর কেড়েছে হাতের কলিরে (Kalire) । লাল-সাদার বদলে ছক ভেঙে সোনালি এবং রুপোলি রঙের কলিরে পরেছিলেন কিয়ারা । চাঁদ, তারা ও প্রজাপতির সমাহার তাঁর কলিরেতে ছিল নতুনত্বের ছোঁয়া । যেখানে দু'জনের প্রিয় জায়গা, সিদ্ধার্থের প্রিয় পোষ্যের মুখ থেকে দু'জনের নামের আদ্যক্ষর, তাঁদের প্রেমজীবনের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরেছেন ।
কলিরে তৈরি করেছেন মৃণালিনী চন্দ্র নামে এক শিল্পী । আলিয়া,ক্যাটরিনাদের কলিরেও তিনিই তৈরি করেছিলেন । এছাড়া নজর কেড়েছে, কিয়ারা গলায় হিরে-পান্নার মিশেলে রাজকীয় হার । কানের দুলেও সেই ছোঁয়া রয়েছে । মাথাপট্টির বদলে কপালে ছিল হিরের টিকলি । হাতে পোশাকের রঙের সঙ্গে মানানসই গোলাপি চুড়ি । হিরের হাতপদ্মও পরেছিলেন । আর দু'জনের বিয়ের আংটি দেখেছেন ? সিদ্ধার্থের আঙুলের আংটি বেশ ছিমছাম । সোনার, অনেকটা ‘ওয়েডিং ব্যান্ড’-এর মতো । আর কিয়ারা পরেছিলেন হিরের বড় আংটি । সবমিলিয়ে চোখধাঁধানো, রাজকীয় লুকে নজর কেড়ে নিয়েছেন বর-কনে ।
আরও পড়ুন, Sidharth-Kiara First Appearence : সিঁদুরে রাঙা সিঁথি, মুখে লাজুক হাসি, জয়সলমের এয়ারপোর্টে সিড-কিয়ারা
মণীশ মালহোত্রার (Manish Malhotra) ডিজাইন করা পোশাকেই সেজেছিলেন বর কনে । কিয়ারা (Kiara Advani) পরেছিলেন গোলাপি এমব্রয়ডারি লেহেঙ্গা । মাথায় গোলাপি রঙের ওড়না । আর সিদ্ধার্থ পরেছিলেন সোনালি রঙের জমকালো কাজের শেরওয়ানি । পাঞ্জাবি নিয়ম মেনে ছিল মাথায় পাগড়ি । তিনটি ছবি শেয়ার করেছেন তাঁরা । একটা ছবিতে দু'জন এক অপরকে নমস্কার করছেন, মুখে লেগে রয়েছে দুষ্টু-মিষ্টি হাসি । আরেকটি ছবিতে বিয়ের মুহূর্তে ক্যামেরাবন্দী হয়েছেন তারকা যুগল । আর শেষের ছবিই মন কেড়ে নিয়েছে দর্শকদের, যেখানে কিয়ারার গালে চুম্বন এঁকে দিচ্ছেন সিদ্ধার্থ । ক্যাপশনে সকলের আশির্বাদ চেয়ে নিয়েছেন তারকা যুগল ।