দুই মাস আগের কথা । ললিত মোদী-সুস্মিতা সেনের (Lalit Modi-Sushmita Sen) সম্পর্ক নিয়ে তখন চর্চায় গোটা দেশ । সমালোচনা, নিন্দা । নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন তাঁরা । কিন্তু, কোনও কিছুই আটকাতে পারেনি ললিত মোদীকে । তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডিপিতে তখন তিনি আর সুস্মিতা (Sushmita Sen)। এমনকী, ইনস্টার বায়ো সেকশনেও জ্বলজ্বল করছিল অভিনেত্রীর নাম। কিন্তু, এখন কোথায় সেই ডিপি? কোথায় বা বায়ো সেকশনে সুস্মিতার নাম? বদলে গিয়েছে সবটা (Lalit Modi Changed his Insta DP) । তাহলে কি দু'মাসের মধ্যেই সম্পর্কে ফাটল দেখা দিল ?
ললিতের ইনস্টাগ্রাম লক্ষ্য করলে দেখা যাবে, ডিপিতে এখন তাঁর একার ছবি । বায়োতেও বদল । এখন সেখানে জ্বলজ্বল করছে আইপিএল-এর ‘ফাউন্ডার’। এদিকে, ইদানিং সুস্মিতা-রোহমনকে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে । মুম্বইয়ের কোনও দোকান হোক, বা পারিবারিক কোনও অনুষ্ঠান, সুস্মিতাকে ললিতের সঙ্গে নয়, বরং দেখা গিয়েছে রোহমনের সঙ্গে । সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি ললিত-সুস্মিতার সম্পর্কে ভাঙন ধরল ? শেষপর্যন্ত পুরনো প্রেমিকের কাছেই কি ফিরে গেলেন নায়িকা ?
আরও পড়ুন, Dev: সৃজিত, কৌশিকদের কাছে কাজ চেয়েও না পাওয়ায় নিজের রাস্তা তৈরি করেন তিনি, জানালেন দেব
এমন বহু প্রশ্ন উঠছে, যার উত্তর এখনও জানা নেই । সুস্মিতা সেন, রোহমান কিংবা ললিত এই বিষয়ে মুখ খোলেননি । অনেকে মনে করছেন, পুরনো সম্পর্কে ফেরেননি সুস্মিতা । বরং,সুস্মিতা ও রোহমান দু’জনেই তাঁদের দু’জনকে দেওয়া কথা রাখছেন । আসলে, দু'জনেই কথা দিয়েছিলেন, বিচ্ছেদ হলেও বন্ধুত্ব থাকবে । কিন্তু, ললিত মোদীর ইনস্টাগ্রামের পুরো ভোল বদলে যাওয়া তো আবার তাঁদের দু'জনের বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছে ।