কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ । এখনও ICU-তেই রয়েছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) । তবে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । এই মুহূর্তে তাঁর বাড়তি যত্নের প্রয়োজন । তাই আপাতত কয়েকদিন তাঁকে ICU-তেই রাখা হবে বলে জানিয়েছেন লতার চিকিৎসক প্রতীত সমদানি (Pratit Samdani) ।
সংবাদ সংস্থা এএনআই (Ani)-কে চিকিৎসক জানিয়েছেন, চব্বিশ ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে তাঁকে । তাঁর শারীরিক পরিস্থিতি একদম আগের মতোই আছে । কোনও পরিবর্তন হয়নি । এখন কয়েকদিন তাঁকে ICU-তেই রাখতে হবে । লতাজির সঙ্গে কারও দেখা করবার অনুমতি নেই ।
আরও পড়ুন, lata mangeshkar: আরও ১০ থেকে ১২ দিন 'কড়া পর্যবেক্ষণ'-এ রাখা হবে লতা মঙ্গেশকরকে, জানাল হাসপাতাল
গত শনিবার থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর । করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে তাঁর । কয়েকদিন আগেই লতা মঙ্গেশকরের চিকিৎসক বলেছিলেন, তাঁর সুস্থতার জন্য প্রত্যেকের প্রার্থনা প্রয়োজন । দ্রুত সেরে উঠুন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, এমনটাই প্রার্থনা করে চলেছেন তাঁর অনুরাগীরা ।