চলচ্চিত্র জগতে, গানের জগতে রত্ন লতা মঙ্গেশকর । তাঁর সুরেলা কণ্ঠ লক্ষ লক্ষ হৃদয় স্পর্শ করেছে । তাঁর গানে কখনও রোম্যান্স, কখনও বিরহের সুর । এই লতাই কখনও গেয়েছেন মজার গান । ১৯৭৪ সালে গিনেস বুক অফ রেকর্ডস-এ লতাজিকে ইতিহাসের সবচেয়ে রেকর্ডেড শিল্পী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে । 'দ্য নাইটিংগেল অফ বলিউড' তাঁর আট দশকের দীর্ঘ কেরিয়ারে বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন । আসুন সেগুলি দেখে নেওয়া যাক-
সম্মান
- ১৯৬৯ : পদ্মভূষণ
- ১৯৮৯ : দাদা সাহেব ফালকে পুরস্কার
- ১৯৯৭ : মহারাষ্ট্র ভূষণ
- ১৯৯৯ : পদ্ম বিভূষণ
- ২০০১ : ভারত রত্ন
- ২০০৭ : লিজিয়ন অফ অনার
ন্যাশনাল অ্যাওয়ার্ড
- ২০০৬ : স্পেশাল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
- ১৯৯০ : সেরা প্লেব্যাক গায়িকা (মহিলা), 'লেকিন...'
- ১৯৭৪ : সেরা প্লেব্যাক গায়িকা (মহিলা), 'কোরা কাগজ'
- ১৯৭২ : সেরা প্লেব্যাক গায়িকা (মহিলা), 'পরিচয়'
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড
- ২০০৫ : স্পেশাল অ্যাওয়ার্ড
- ১৯৯৫ : স্পেশাল অ্যাওয়ার্ড
- ১৯৯৪ : লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
- ১৯৭০ : সেরা প্লেব্যাক গায়িকা (মহিলা) , 'জিনে কি রাহ'
- ১৯৬৬ : সেরা প্লেব্যাক গায়িকা (পুরুষ/মহিলা), 'খানদান'
- ১৯৬৩ : সেরা প্লেব্যাক গায়িকা (পুরুষ/মহিলা), 'বিশ সাল বাদ'
- ১৯৫৯ : সেরা প্লেব্যাক গায়িকা (পুরুষ/মহিলা), 'মধুমতী'