২০১৮ সালের বিখ্যাত সিনেমা 'রেইড'(Raid)-এর সিক্যুয়াল আসতে চলেছে বড় পর্দায় । বুধবার এমনই ঘোষণা করলেন প্রযোজক কুমার মঙ্গত পাঠক(Kumar Mangat Pathak) । ৩১ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেফতার কানপুরের সুগন্ধি ব্যবসায়ী পীযূষ জৈনের(Piyush) উপরেই তৈরি হবে সিনেমা । কনৌজ(Kannauj) ও কানপুরে(Kanpur) তাঁর বিভিন্ন বাড়ি ও কারখানায় অভিযানের বাস্তব চিত্র তুলে ধরা হবে এই সিনেমায় ।
বারাণসীতে কাশী ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম সংস্করণে এই বিষয়ে কথা বলছিলেন মঙ্গত পাঠক । তিনি জানান, 'রেইড টু'(Raid 2) সিনেমা তৈরির পরিকল্পনা চলছে । কনৌজে পীযূষের বাড়ির দেওয়াল থেকে সোনার খসে পড়া, মাটির তলা থেকে নগদ টাকার বান্ডিল বেরিয়ে আসা...এই সবটাই দেখানো হবে সিনেমায় ।
আরও পড়ুন, Arjun Kapoor : দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত অর্জুন কাপুর, ভাইরাসের কবলে রিয়া, করণ বুলানি ও অংশুলা
কর ফাঁকির অভিযোগে ২৭ ডিসেম্বর গ্রেফতার হন কানপুরের বিশিষ্ট সুগন্ধি ব্যবসায়ী পীযূষ জৈন । তাঁর বাড়িতে ১২০ ঘন্টারও বেশি অভিযান চালানোর পর ২৫০ কোটি টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত করা হয়েছে । সেইসঙ্গে ২৫ কেজি সোনা ও ২৫০ কেজি রূপো উদ্ধার করা হয়েছে ।
সোমবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ব্যবসায়ীকে ১০ নম্বর মেট্রোপলিটন আদালতে তোলা হয় । আদালত তাকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ।