বিয়ে শেষ, কিন্তু দুই বলিউড সেলেবের বিয়ে নিয়ে এখনও যেন উত্তেজনার শেষ নেই। মধুচন্দ্রিমায় না গিয়ে কাজে ফিরেছেন রনবীর কাপুর। আলিয়া ভাটও ফিরে এসেছে স্বাভাবিক জীবনে। কিন্তু রণবীর-আলিয়ার বিয়ের গল্প এখনও শিরোনামে উঠে আসছে। কাপুর ও ভাট পরিবারের এই মেগা ইভেন্টে কারা এসেছিলেন, কারা কী কী উপহার দিলেন, তা না জেনে কি থাকা যায়!
রণবীর কাপুরের বিয়ের অতিথিদের মধ্যে সবচেয়ে আলোচ্য নাম দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফ। দুই প্রাক্তন প্রেমিকা রণবীরকে শুধু শুভেচ্ছাই জানাননি। তাঁর জন্য দিয়েছেন বিশেষ উপহার। রণবীর ও আলিয়ার জন্য এক বিদেশি ব্র্যান্ডের ঘড়ি উপহার দিয়েছেন দীপিকা পাডুকোন। যার দাম নাকি ১৫ লক্ষ টাকা। রণবীরের সঙ্গে বন্ধুত্বের মর্যাদা রেখেছেন দীপিকা। তবে রণভির সিং কিন্তু আলাদা উপহার দিয়েছে রণবীর কাপুরকে। কাওয়াসাকি নিনজা H2R বাইক উপহার দিয়েছেন রণভির। যার দাম ৭৮ লক্ষ টাকা। ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের প্রেমের গল্প বলিউডে বেশ চর্চিত। সেই সময় দীপিকার সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর। আজব প্রেম কি গজব কাহানি ছবির সেট থেকে রণবীর-ক্যাটরিনার প্রেমকাহিনি শুরু হয়। এখন সেসব অতীত। ভিকি কৌশলের সঙ্গে সদ্য বিয়ে সেরেছেন ক্যাটরিনা। রণবীর কাপুরের বিয়েতে আলিয়া ভাটকে একটি প্ল্যাটিনাম ব্রেসলেট উপহার দিয়েছেন ক্যাটরিনা। যার দাম ১৪ লক্ষ টাকার বেশি।
এদিকে রণবীর ও আলিয়ার বিয়েতে উপস্থিত না থাকতে পারলেও উপহার পাঠিয়েছেন দীর্ঘদিনের বন্ধু প্রিয়াঙ্কা চোপড়া। একটি ৯ লক্ষ টাকার হীরের হার পাঠিয়েছেন তিনি। আলিয়ার বন্ধু বরুণ ধাওয়ান আলিয়াকে একটি হিল জুতো উপহার দিয়েছেন। যার দাম প্রায় ৪ লক্ষ টাকা। সিদ্ধার্থ মালহোত্রা তাঁর বন্ধু আলিয়ার জন্য একটি দামি ব্র্যান্ডের ব্যাগ উপহার দিয়েছেন। যার দাম প্রায় ৩ লক্ষ টাকা। রনবীর-আলিয়াকে একসঙ্গে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে। দুই তারকাকে একটি ব্র্যান্ডেড গাড়ি উপহার দিলেন অয়ন। যার দাম প্রায় এক কোটি টাকা। ইন্ডাস্ট্রির আরও এক বন্ধু অনুষ্কা শর্মাও বিয়েতে বিশেষ উপহার পাঠিয়েছেন। মণীশ মালহোত্রার একটি ব্র্যান্ডেড পোশাক উপহার দিয়েছেন অনুষ্কা। যার দাম এক লাখ ৬০ হাজার টাকা।
উপহার ভাগ্যে পরিবার থেকেও বঞ্চিত নন রণবীর ও আলিয়া। মা নীতু কাপুর ছেলে ও বৌমার জন্য ২৬ কোটির একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। রণবীর-আলিয়াকে করিনা একটি বহুমূল্যের হীরের সেট উপহার করিনা-সইফের।