কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনও পূরণ হওয়ার নয় । কয়েকদিন কেটে গেলেও এ শোক ভুলতে পারছে না দেশবাসী । এদিকে, লতা মঙ্গেশকরের স্মৃতিতে সৌধ নির্মাণের (Lata Mangeshkar Memorial) সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র মন্ত্রিসভা (Maharashtra Cabinet) । মুম্বইয়ে (Mumbai) লতার স্মৃতিসৌধ নির্মাণ করা হবে । বুধবার মন্ত্রিসভার তরফে এমনই জানানো হয়েছে ।
প্রায় ১২০০ কোটি টাকা খরচ করে স্মৃতিসৌধটি নির্মাণ করা হবে । এটি একটি আন্তর্জাতিক স্তরের মিউজিক অ্যাকাডেমি যা মুম্বইয়ের কালিনায় (Kalina) ২.৫ একর জুড়ে নির্মাণ করা হবে ।
শিবাজি পার্কে (Shibaji Park) যেখানে লতা মঙ্গেশকরকে দাহ করা হয়েছিল, সেখানে সুর-সম্রাজ্ঞীর স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি করেছিল বিজেপি । যদিও, মহারাষ্ট্রেক শাসকদল শিবসেনার মতে, এই ইস্যুতে কোনও রাজনীতি করা উচিত নয় ।
আরও পড়ুন, Amul: সুরসম্রাজ্ঞীকে শ্রদ্ধা! লতার গান দিয়েই শিল্পীকে স্মরণ আমুলের
৬ ফেব্রুয়ারি, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর । শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে । তাঁকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন রাজনীতি, বলিউড জগতের তারকারা ।
লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে শিবাজী পার্কে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) । প্রধানমন্ত্রী লতা মঙ্গেশকরের বোন এবং গায়িকা আশা ভোঁসলে এবং তাঁর পরিবারের বাকি সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ।