ক্যানসারকে হারিয়ে ফের স্বমহিমায় মহিমা চৌধুরী (Mahima Chaudhry) । বহু বছর পর আবারও বড় পর্দায় কামব্যাক করছেন তিনি । কঙ্গনা রানাওয়াতের 'ইমারজেন্সি' (Emergency) সিনেমায় দেখা যাবে তাঁকে । শনিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর সিনেমার চরিত্রের সঙ্গে পরিচয় করালেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) । একইসঙ্গে সিনেমায় মহিমার লুকও (Mahima's look in Emergency) প্রকাশ্যে এনেছেন ।
সমাজকর্মী এবং লেখিকা পুপুল জয়াকারের ভূমিকায় দেখা যাবে মহিমাকে। লেখেন, 'আয়রন লেডিকে যিনি ভীষণ কাজ থেকে দেখেছেন, ব্যক্তিগতভাবে চিনেছেন এবং তাঁর সম্পর্কে গোটা বিশ্বের জন্য লিখেছেন, সেই প্রত্যক্ষদর্শী পুপুল জয়াকারের ভূমিকায় মহিমা চৌধুরী । যিনি ছিলেন বন্ধু, লেখক এবং বিশ্বস্ত ব্যক্তি।' মহিমাও নিজের লুক শেয়ার করে কঙ্গনার প্রশংসা করেছেন । একইসঙ্গে, এই চরিত্রে তাঁকে বেছে নেওয়ার জন্য কঙ্গনাকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী । কঙ্গনার সঙ্গে কাজ করতে পেরে গর্ব অনুভব করছেন মহিমা । উল্লেখ্য, বহু বছর পর পর্দায় দেখা যাবে মহিমাকে । মাঝে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন মহিমা । তবে মারণ রোগকে জয় করে ফের ধমাকেদার কামব্যাক করছেন মহিমা ।
আরও পড়ুন, Sonam Kapoor : পুত্র সন্তানের জন্ম দিলেন সোনম, দাদু হলেন অনিল কাপুর
'মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি'-এর পর 'ইমার্জেন্সি'হল কঙ্গনার দ্বিতীয় পরিচালিত ছবি । ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত । দুই বিশিষ্ট রাজনীতিবিদ জয়প্রকাশ নারায়ণ এবং অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করছেন যথাক্রমে অনুপম খের এবং শ্রেয়স তলপাড়ে । ২০২৩-এ সম্ভবত মুক্তি পাচ্ছে এই সিনেমা ।