স্তন ক্যানসারে (Breast Cancer) আক্রান্ত বলিউড অভিনেত্রী মাহিমা চৌধুরী (Mahima Choudury)। দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছে। এতদিন ধরে গোপন থাকা এই খবর প্রকাশ্যে এনেছেন অনুপম খের (Anupam Kher)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাহিমার একটি সাক্ষাৎকারের ভিডিয়ো পোস্ট করেন তিনি।
ক্যানসারের দীর্ঘমেয়াদি চিকিৎসা, কেমোথেরাপির যন্ত্রণার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন মাহিমা। কোনও কিছুই দমিয়ে রাখতে পারেনি তাঁকে। তাঁর এই লড়াই দেখে মুগ্ধ অনুপম। অভিনেত্রীর এই লড়াকু মানসিকতাকে কুর্নিশ করেছেন অনুপম খের। তাঁর লড়াইয়ের কাহিনি গোটা দুনিয়ার কাছে পৌঁছে দিয়েছেন তিনি। মাহিমার লখনউর বাড়িতে গিয়ে সম্প্রতি দেখা করে অনুপম একটি ভিডিয়ো তৈরি করেন। পরে সেটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তিনি। ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "মাহিমা চৌধুরীর সাহস ও একটি ক্যানসারের গল্প।"
আরও পড়ুন: কেকে-র স্মৃতিতে তিলোত্তমায় ফ্যান ক্লাব, দুঃস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর আশ্বাস
নিজের ৫২৫তম ছবি 'দ্য সিগনেচার'-এ মহিমাকে নিতে চেয়ে আমেরিকা থেকে ফোন করেছিলেন অনুপম খের। অন্য কাউকে না জানালেনও, অনুপমের কাছে সত্যিটা গোপন করতে পারেননি মহিমা। অনুপম খের বলেন, "ছবির প্রস্তাবের কথা বলতেই জানতে পারি যে, ও ক্যানসারে আক্রান্ত। ওর মনের জোর বিশ্বের অনেক মেয়েকে সাহস দেবে। ও চেয়েছিল, আমিই সবাইকে এই খবরটা জানাই। মহিমা, তুমিই আমার নায়ক। বন্ধুদের কাছে অনুরোধ, ওর জন্য ভালবাসা, শুভেচ্ছা, প্রার্থনা করো। ও সেটে ফিরে আসবে। কাজের জন্য আবার তৈরি।"
কেমোথেরাপির পর অল্প অল্প করে এখন মাথায় চুল গজাচ্ছে অভিনেত্রীর। ক্যানসার থেকে ফের জীবনের মূল স্রোতে ফেরার কাহিনি অনুপমের ভিডিয়োতে জানিয়েছেন তিনি। 'পরদেশ' ছবির অভিনেত্রী জানালেন, ছবি ও ওয়েবসিরিজের প্রস্তাব তিনি আগেও পেয়েছিলেন। কিন্তু চুল না থাকায় প্রস্তাব গ্রহণ করেননি অভিনেত্রী।