৩০ জুন । গত বছর ঠিক এই দিনটা মন্দিরা ও দুই ছেলে-মেয়েকে একা রেখে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন পরিচালক রাজ কৌশল (Raj Kaushal ) । আজ,তাঁর মৃত্যুর একবছর পূর্ণ হল । এই একটা বছর রাজকে প্রতিটা মুহূর্তে মিস করেছেন মন্দিরা (Mandira Bedi) । এদিন, সোশ্যাল মিডিয়ায় রাজের স্মৃতিতে বিশেষ পোস্ট করলেন মন্দিরা বেদী ।
ছোট্ট একটি চিরকুট শেয়ার করেছেন মন্দিরা । যেখানে লেখা- ‘৩৬৫ দিন তোমাকে ছাড়া...’ শেষে একটি লাল ভগ্ন হৃদয়ের চিহ্ন। আর ক্যাপশনে লিখেছেন, 'মিস ইউ রাজি '। যা হৃদয় ছুঁয়ে গেছে অনুরাগীদের ।
আরও পড়ুন, Yash-Nusrat : সিনেমাহলে মুভি ডেটে যশ-নুসরত, শেয়ার করলেন দু'জনের আদুরে ছবি
২০২১ সালের ৩০ জুন মাত্র ৪৯ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘প্যায়ার মে কভি কভি’, ‘সাদি কে লাড্ডু’-র পরিচালক রাজ কৌশল । হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছিল তাঁর । রাজের চলে যাওয়ায় ভেঙে পড়েছিলেন মন্দিরা । তবে,এক সাক্ষাৎকারে মন্দিরা বেদী বলেন, দুই সন্তানের অভিভাবক হতে পারাই তাঁর জীবনের মূল চালিকাশক্তি । ভাল মা হতে পারলে মানুষ হিসেবেও তিনি উন্নত হতে পারবেন বলে জানিয়েছিলেন ।