শাহরুখ ভক্তদের কাছে পীঠস্থান মারাঠা মন্দির। গত ২৮ বছর ধরে এই হলে দেখানো হয়েছে শাহরুখের বহুল চর্চিত সিনেমা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। আজও দেখানো হয় সেই ছবি। অথচ সেই হল থেকেই নাকি সরিয়ে দেওয়া হল শাহরুখ অভিনীত নতুন 'ডাঙ্কি' (Dunki)। এই ছবির বদলে বাড়িয়ে দেওয়া হল প্রভাসের ছবি 'সালার'-এর শো।
রাজকুমার হিরানির ছবি 'ডাঙ্কি'-কে রীতিমত বক্স অফিসে ধাক্কা দিয়েছে প্রশান্ত নীলের ছবি সালার। বক্স অফিস রিপোর্ট বলছি 'পাঠান' এবং 'জওয়ান' এর মতো ব্যবসা করতে পারেনি শাহরুখের এই নতুন ছবি। তুলনায় বেশ খানিকটা এগিয়ে রয়েছে প্রভাসের 'সালার'।
আরও পড়ুন - ডাঙ্কির সঙ্গে জোর টক্কর সালারের, একদিনেই বাদশাকে ছাপিয়ে গেলেন প্রভাস?
সেই কারণে শুধু মারাঠা মন্দির নয়। মুম্বইয়ের একাধিক সিঙ্গেল স্ক্রিনেই 'ডাঙ্কি'-র বদলে 'সালার' দেখানো হচ্ছে। তবে মারাঠা মন্দির থেকে ব্যবসায়িক কারণে নাকি অন্য কোনও কারণে 'ডাঙ্কি' সরিয়ে নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।