মিসেস কোহলি ! এই ডাক কী না পসন্দ অনুষ্কা শর্মার ? সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে অনুষ্কাকে এই নামে ডাকতে চিত্রসাংবাদিকদের থামিয়ে দেন বিরাট পত্নী। তিনি পরিস্কার জানান, কানে তিনি শুনতে পারছেন না। ফটোগ্রাফাররা যেন একটু চুপ করেন।
বিরাটকে সঙ্গে নিয়েই ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী। লাল কার্পেটে অনুষ্কার ছবি তোলার জন্য এগিয়ে আসেন ফটোগ্রাফাররা। তখনই তাঁকে মিসেস কোহলি বলে সম্বোধন জানানো হয়। সেইসময় নাকি অনুষ্কাকে বেশ বিরক্ত দেখায় বলেও কেউ কেউ দাবি করেছেন।
তাহলে হলটা কী ? বিরাটের সঙ্গে তাঁর পাঁচ বছরের সংসার। বলিউডের অন্যতম সুপার মম। তাহলে মিসেস কোহলি সম্বোধন কেন নিতে পারলেন না অনুষ্কা ? অনেকেই বলেছেন, অভিনেত্রী স্বাধীনচেতা। অভিনেত্রী হিসাবে তাঁর দক্ষতা এবং পরিচিতি আছে। তাই হয়তো স্বামীর পদবি প্রকাশ্যে হজম করতে পারেননি।