ক্রীড়াবিদদের বায়োপিক দেখতে দর্শকরা বেশ পছন্দই করেন। কারণ সিলভার স্ক্রিনে ফুটে ওঠা গল্পের মাধ্যমেই পছন্দের ব্যক্তিত্বের সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যায়।
ইতিমধ্যেই মহেন্দ্র সিং ধোনি এবং মেরি কমের বায়োপিক বেশ পছন্দ হয়েছে দর্শকদের। কিন্তু জানেন কি নিজের জীবনের বায়োপিক বানানোর কত টাকা পান তাঁরা?
১. ২০১৩ সালে তৈরি হয়েছিল 'ভাগ মিলখা ভাগ'। এটি মিলখা সিংয়ের জীবনের উপর আধারিত। তাঁর চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান আখতার। আর এই ছবির স্বত্বের জন্য মাত্র ১ টাকা নিয়েছিলেন তিনি।
২.মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ক্যাপ্টেন কুলের চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০১৬ সালের এই বায়োপিকের অনুমতির জন্য স্বত্ব হিসেবে ধোনিকে দেওয়া হয়েছিল ৪৫ কোটি টাকা।
৩. মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের বায়োপিক হয়েছিল ২০১৭ সালে। এই বায়োপিকের জন্য ৪০ কোটি টাকা নিয়েছিলেন লিটল মাস্টার।
৪. ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ইমরান হাসমি অভিনীত 'আজহার'। এটি ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক। এই বায়োপিকের জন্য কোনও টাকা নেননি তিনি।
৫. ২০১২ সালে ভারতীয় ক্রীড়াবিদ পান সিং তোমারের বায়োপিক রিলিজ করে। তাঁর ভাইপো এই সিনেমার স্বত্ব দিতে ১৫ কোটি টাকা নিয়েছিলেন।
৬. ভারতীয় বক্সার মেরি কমের বায়োপিকে অভিনয় করেছিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৪ সালে মুক্তি পাওয়া এই বায়পিকের জন্য মেরি কম নিয়েছিলেন ২৫ লক্ষ টাকা।
৭. ১৯৮৩ বিশ্বকাপের নায়ক কপিল দেবের বায়োপিকে অভিনয় করেছেন রণবীর সিং। এই বায়োপিকের জন্য কপিল দেব পেয়েছিলেন সিনেমার বাজেটের ৪ শতাংশ।
৮. সাবাশ মিঠু সিনেমাটি ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক। এই ছবিতে অভিনয় করেছেন তাপসী পান্নু। এই ছবির জন্য মিতালি নিয়েছেন এই ছবির আয়ের কিছু শতাংশ।