চার বছরের অপেক্ষা শেষ । মুক্তি পেল প্রশান্ত নীল পরিচালিত 'কেজিএফ চ্যাপ্টার টু'-(KGF: Chapter 2 Trailer) এর ট্রেলার । মোট পাঁচটি ভাষায় ট্রেলার মুক্তি পেয়েছে । রবিবার ব্যাঙ্গালোরে (Bangalore) ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিল গোটা টিম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করণ জোহর (Karan Johar)। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, ট্রেলার মুক্তি পাওয়ার আধ ঘণ্টার মধ্যেই তা এক লাখ মানুষ দেখেও নিয়েছেন । যা রেকর্ড বলা যেতে পারে ।
ট্রেলার একেবারে অ্যাকশন ভরপুর । কেজিএফ (KGF: Chapter 1) -এ গরুরাকে মারার পর কী হল, সেই কাহিনী বলবে কেজিএফ চ্যাপ্টার টু । ট্রেলারের শুরুতেই তার উল্লেখ রয়েছে । কেজিএফ-এর সেই পুরানো ভঙ্গিতে দেখা যাবে রকি ওরফে যশকে । কেজিএফ-র দ্বিতীয় পর্বে মুখোমুখি হবে রকি ও অধীরা । ট্রেলারে সেই ঝলকও রয়েছে । অধীরার চরিত্রে সঞ্জয় দত্ত । ট্রেলারে নজর কাড়লেন রবীনা ট্যান্ডনও । ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে দেখা যাবে তাঁকে ।
আরও পড়ুন, New Tv show : মন খুলে কথা বলুন, সুযোগ দিচ্ছে স্টার জলসা; আসছে নতুন শো 'আপনি কী বলেন'
২০১৮ সালে মুক্তি পায় 'কেজিএফ চ্যাপ্টার ১' ছবিটি । সেই থেকে অনুরাগীরা দ্বিতীয় পর্ব মুক্তির অপেক্ষায় ছিলেন । অপেক্ষার অবসান ঘটিয়ে ১৪ এপ্রিল কেজিএফ চ্যাপ্টার টু মুক্তি পাচ্ছে । পাঁচটি ভাষা- হিন্দি, তামিল, তেলুগু, কানাডা, মালায়লম-এ মুক্তি পাবে এই সিনেমা । এতদিন ট্রেলারের অপেক্ষায় ছিল দর্শকরা । ট্রেলার মুক্তি পেতেই এই সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা আরও বাড়ল । আপাতত, সিনেমা মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা ।