নীতি, শক্তি, কৃতি এবং মুক্তি মোহন। বলিউডের এই মোহন সিস্টার্স খুব জনপ্রিয়। প্রত্যেকেই নিজেদের কর্মক্ষেত্র এবং পেশায় দুর্দান্ত সফল এবং প্রতিভাবান। এই চারবোনের মধ্যে সেজো হলেন মুক্তি মোহন, তিনি পেশায় একজন অভিনেত্রী এবং নৃত্যুশিল্পী। বোন শক্তির সঙ্গে একাধিক নাচে তাঁকে দেখা যায়। এবার বিয়ের পিঁড়িতে এই বলি সুন্দরী।
Animal খ্যাত, অভিনেতা কুণাল ঠাকুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মুক্তি। বোন শক্তি মোহন, কৃতি মোহন এবং নীতি মোহনকেও জমিয়ে আনন্দ করতে দেখা গিয়েছে বোনের বিয়েতে। বিয়ের রূপকথার মতো ছবি শেয়ার করেছেন নতুন কনে।
Writwik Mukherjee: বেড়ে ওঠা অভাবেই, লকডাউনে বিকোতে হয়েছে সবজিও,কীভাবে জীবন বদলে গেল পর্দার সোমরাজের?
কুণাল ঠাকুর একজন অভিনেতা , সম্প্রতি রণবীর কাপুর-অভিনীত অ্যানিম্যালে রশ্মিকা মান্দান্নার বাগদত্তার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।