তাঁদের বিয়ে হয়েছিল বছর তিনেক আগে । তবে কাগজে-কলমে । এবার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের উপস্থিতিতে ধূমধাম করে আনুষ্ঠানিক বিয়েটা সেরেই ফেললেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ (Hardik-Natasha Wedding) । উদয়পুরে (Udaypur) বসেছিল জমজমাট বিয়ের আসর । মা-বাবার বিয়েতে সাক্ষ্মী থাকল তাঁদের ছেলেও । বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নাতাশা-হার্দিক দু'জনেই ।
খ্রিস্টান মতে বিয়ে হয়েছে তাঁদের । বিয়ের দিন সাদা গাউনেই সেজেছিলেন নাতাশা । গলায় হিরের গয়না । হাতে ফুলের তোড়া । আর হার্দিক পরেছিলেন স্যুট । বাবার মতোই স্যুট পরেছিল জুনিয়র হার্দিকও । ছবিগুলিতে দেখা গিয়েছে বাবার হাত ধরে বিয়ের অনুষ্ঠানে আসছেন নাতাশা । কোনও ছবিতে আবার দু'জনকে একান্তেও দেখা গিয়েছে । লোকেশ রাহুল-সহ অনেকেই হার্দিক-নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন ।
আরও পড়ুন, Sid-Kiara haldi: জমকালো বিয়ে এবং রিসেপশনের পর এবার গায়ে হলুদের নতুন ছবি শেয়ার সিড-কিয়ারার
ছবি পোস্ট করে তারকা যুগল লেখেন, তিন বছর আগে শুরু করা সফর তাঁরা ভ্যালেন্টাইন্স ড-তে প্রেমের দ্বীপে সেলিব্রেট করেছেন । পরিবার ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে দিনটা সেলিব্রেট করতে পেরে দু'জনেই উচ্ছ্বসিত ।