১৭ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ (The National Film Awards 2023)... এই বর্নাঢ্য অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের একাধিক কলাকুশলীরা পুরস্কার পেয়েছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কার তুলে দিয়েছেন প্রাপকদের হাতে। তালিকা রইল সেরাদের …
সেরা অভিনেতা- আল্লু অর্জুন (পুষ্পা, দ্য রাইজ)
সেরা অভিনেত্রী - আলিয়া ভাট, কৃতি শ্যানন 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' এবং 'মিমি'-এর জন্য।
আর মাধবনের 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে, আর এসএস রাজামৌলির 'আরআরআর' সেরা জনপ্রিয় ফিল্ম হিসেবে পুরস্কার জিতেছে।
সেরা সহ অভিনেতা- পঙ্কজ ত্রিপাঠি এবং পল্লবী যোশী যথাক্রমে তাদের চলচ্চিত্র 'মিমি' এবং 'দ্য কাশ্মীর ফাইলস'-এর জন্য সেরা সহ অভিনেতার জাতীয় পুরস্কার জিতেছেন।
এছাড়াও -
বেস্ট ডেবিউ ফিল্ম পরিচালনার জন্য মেপ্পাদিয়ান ছবিটি ইন্দিরাগান্ধী পুরস্কার পেয়েছে।
ন্যাশনাল ইন্টিগ্রেশনের ওপর শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য নার্গিস দত্ত পুরস্কার: দ্য কাশ্মীর ফাইলস (হিন্দি)
সেরা শিশু চলচ্চিত্র: গান্ধী অ্যান্ড কো (গুজরাটি)
সেরা শিশু শিল্পী: ভাবিন রাবারি, ছেলো শো (গুজরাটি)
সেরা সঙ্গীত পরিচালনা (গান): পুষ্পা, দ্য রাইজ
সেরা সঙ্গীত পরিচালক (ব্যাকগ্রাউন্ড স্কোর): RRR-এর জন্য এমএম কিরাভানি
সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: আরআরআর (তেলেগু) থেকে কোমুরাম ভীমুডোর জন্য কালা ভৈরব
সেরা মহিলা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল ইরাভিন নিঝল (তামিল) থেকে মায়াভা চাইভা-এর জন্য
সেরা গানের কথা: কোন্ডা পোলাম (তেলেগু)
সেরা প্রোডাকশন ডিজাইন: সরদার উধম (হিন্দি)
সেরা অডিওগ্রাফি: চবিট্টু (মালয়ালম), ঝিল্লি (বাংলা) এবং সর্দার উধম (হিন্দি)
সেরা সিনেমাটোগ্রাফি: সর্দার উধম (হিন্দি)
সেরা পোশাক ডিজাইন: সর্দার উধম (হিন্দি)
সেরা সম্পাদনা: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি (হিন্দি)
সেরা মেক আপ: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি (হিন্দি)
সেরা চিত্রনাট্য: নায়াট্টু (মালয়ালম)
সেরা চিত্রনাট্য লেখক (অভিযোজিত): গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি (হিন্দি)
সেরা সংলাপ: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি (হিন্দি)
সেরা স্টান্ট কোরিওগ্রাফি: আরআরআর
বিশেষ জুরি পুরস্কার: শেরশাহ
সেরা মিশিং ফিল্ম: বুম্বা রাইড
অসমীয়াতে সেরা ফিচার ফিল্ম: অনুর
বাংলায় সেরা ফিচার ফিল্ম: কোলকোক্কো – হাউস অফ টাইম
গুজরাটি ভাষায় সেরা ফিচার ফিল্ম: ছেলো শো (শেষ ফিল্ম শো)
হিন্দিতে সেরা ফিচার ফিল্ম: সর্দার উধম
কন্নড়ের সেরা ফিচার ফিল্ম: 777 চার্লি
মালায়ালামের সেরা ফিচার ফিল্ম: হোম
মারাঠিতে সেরা ফিচার ফিল্ম: একদা কে জালা
ওড়িয়ায় সেরা ফিচার ফিল্ম: প্রতিক্ষা (দ্য ওয়েট)
তামিলের সেরা ফিচার ফিল্ম: কাদাইসি বিভাসায়ি (দ্য লাস্ট ফার্মার)
তেলেগুতে সেরা ফিচার ফিল্ম: উপ্পেনা (ওয়েভ)
মৈথিলীতে সেরা ফিচার ফিল্ম: সমনান্তর
সেরা নন-ফিচার ফিল্ম: এক থা গাঁও (গড়োয়ালি ও হিন্দি)
পারিবারিক মূল্যের সেরা চলচ্চিত্র: চাঁদ সানসে
সেরা শর্ট ফিল্ম ফিকশন: ডাল ভাত (গুজরাটি)
বিশেষ জুরি পুরস্কার: রেখা (মারাঠি)
সেরা অ্যানিমেশন: কান্দিতটুন্ডু (মালয়ালম)
সেরা তদন্ত চলচ্চিত্র: লুকিং ফর চালান (ইংরেজি)
সেরা এক্সপ্লোরেশন/অ্যাডভেঞ্চার ফিল্ম: আয়ুষ্মান (ইংরেজি, কন্নড়)
সেরা শিক্ষামূলক চলচ্চিত্র: সিরপিগালিন সিরপাঙ্গল (তামিল)