নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে ভারসোভা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি, অভিনেতার বিরুদ্ধে তাঁর সন্তানদের ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছিলেন আলিয়া। এর জেরে গত কয়েকদিন ধরেই শিরোনামে নওয়াজ। অবশেষে ঘটনায় নীরবতা ভাঙলেন নওয়াজ। অভিনেতা লম্বা চিঠিতে জানান, নীরবতার সুযোগ নিয়ে তাঁকে একজন ‘খারাপ মানুষ’ প্রমাণিত করার চেষ্টা চলছে। একটি ভিডিয়োর উপর ভিত্তি করে একতরফা ভাবে তাঁর মানহানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন নওয়াজ।
আলিয়ার থেকে গত কয়েক বছর ধরেই আলাদা থাকেন অভিনেতা। নওয়াজের দাবি তাঁর সন্তানদের দুবাইতে রেখে আলিয়া তাঁর কাছ থেকে টাকা দাবি করেন। নওয়াজ জানান তাঁর স্ত্রীকে প্রতি মাসে আনুমানিক ১০ লক্ষ টাকা করে দেওয়া হয়। দীর্ঘদিন সন্তানদের কাছে না পাওয়ায় নওয়াজ তাঁদের মিস করছিলেন। নওয়াজের উদ্বেগের সুযোগ নিয়ে আলিয়া তাঁর সম্মান এবং খ্যাতি নষ্ট করার চেষ্টা করছেন আলিয়া এমনটাই অভিযোগ অভিনেতার।