আন্তর্জাতিক ছবি (International Film) এই প্রথম নয় । আগেও আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেছেন । তবে এবার এই প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui) । নিউইয়র্কে আন্তর্জাতিক ছবি 'লক্ষণ লোপেজ' (Laxman Lopez)-এর শুটিং শুরু করবেন অভিনেতা । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেই সেই সুখবর ভাগ করে নিয়েছেন 'গ্যাংস অব ওয়াসিপুর'-এর অভিনেতা ।
নওয়াজ তাঁর পোস্টে লিখেছেন, 'মনোরম আবহাওয়ায় 'লক্ষ্মণ লোপেজ' পড়া শেষ করেছি । এবার আমার পরিচালক রবার্তো জিরাল্ট এবং লেখক স্যামি সারজোজার সঙ্গে নিউইয়র্কে বড়দিনের মাসেই শুটিংয়ের কথা ভাবছি ।' অর্থাৎ, ডিসেম্বরেই শুটিং শুরু করবেন তাঁরা । সেরকমই ইঙ্গিত রয়েছে তাঁর পোস্টে । এই পোস্টে তাঁর ছবির পরিচালক ও লেখকের সঙ্গে নিজেরও ছবি শেয়ার করেছেন নওয়াজ ।
এবছর কান চলচ্চিত্রে উৎসবে গিয়েছিলেন অভিনেতা । সেখান থেকে ফিরেই এই সুখবর শোনালেন নওয়াজ । অভিনেতাকে আন্তর্জাতিক ছবিতে মুখ্য চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা ।
উল্লেখ্য,'লক্ষ্মণ লোপেজ' ছাড়াও নওয়াজের হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে । সেই তালিকায় রয়েছে 'টিকু ওয়েডস শেরু', 'নূরানি চেহরা' এবং 'অদ্ভুত' । এই সিনেমাগুলির প্রচার চলছে । এর আগে তাঁর আন্তর্জাতিক ছবি বলতে ফারুকি পরিচালিত বাংলাদেশি ছবি 'নো ম্যানস ল্যান্ড' ।