মাদক মামলায় ছাড় পেলেন না অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakroborty)এবং তাঁর ভাই শৌভিক । নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)(NCB) বুধবার মুম্বইয়ের বিশেষ আদালতে(Mumbai Special Court) খসড়া চার্জশিট(Chargesheet) পেশ করেছে ।সুশান্ত সিংহ রাজপুতের(Sushant Singh Rajput) মৃত্যু পরবর্তী মাদক মামলায় পেশ করা এই চার্জশিটে রিয়া, শৌভিকের নাম রয়েছে।
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু পরবর্তী মাদক মামলায় ছাড় পেলেন না রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তী(Souvik Chakroborty)। বুধবার মুম্বইয়ের বিশেষ আদালতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) যে খসড়া চার্জশিট পেশ করেছে সেখানে দু’জনেরই নাম রয়েছে।
Maharashtra Crisis: সরকারি বাসভবন ছেড়ে পৈতৃক ভিটেয় উদ্ধব, মহারাষ্ট্রে পালাবদলের জোর জল্পনা
১৪ জুন, ২০২০- মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দেহ। সিবিআই সেই মামলার তদন্ত করছে।এনসিবি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) আলাদা ভাবে তদন্ত শুরু করে।এনসিবি মাদক যোগে সুশান্তের বান্ধবী রিয়াকে গ্রেফতার করে । বম্বে হাই কোর্টের নির্দেশে প্রায় এক মাস পর ছাড়া পান তিনি।মাদক কেনাবেচার অভিযোগে রিয়ার ভাই-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাঁদেরও জামিনে ছেড়ে দেওায়া হয়।
এদিন সরকার পক্ষের আইনজীবী মুম্বইয়ের বিশেষ আদালতে রিয়া এবং শৌভিকের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন জানান। দু'জনের বিরুদ্ধে মাদক সেবন এবং সুশান্তের জন্য মাদক কেনার অভিযোগে চার্জ গঠনের আবেদন জানান সরকারী আইনজীবী । ১২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি । সরকার পক্ষের আইনজীবী মনে করছেন সেই শুনানিতেই চার্জ গঠনের বিষয়টি স্পষ্ট হবে ।রিয়া ও শৌভিক বুধবার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।