এই সপ্তাহের বেঙ্গল টপার হয়েছে 'নিম ফুলের মধু'। দর্শকদের মনে ধরেছে পর্ণা-সৃজনের গল্প। এর মধ্যেই সামনে এল 'নিম ফুলের মধু' ধারাবাহিকের নতুন প্রমো। যা নিয়ে রীতিমতো হইচই গোটা পরিবারে। কারণ মা হতে চলেছে পর্ণা। ইতিমধ্যেই এই প্রোমো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
বৃহস্পতিবার চ্যানেলের তরফে একটি প্রোমো প্রকাশ করে। যেখানে দেখা যাচ্ছে সেলিব্রেশনে মেতেছে পর্ণা-সৃজনের গোটা পরিবার। আচমকাই মাথা ঘুরে পড়ে যায় পর্ণা। ডাক্তারবাবু আসেন পর্ণাকে দেখতে। তিনি সৃজনকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সে বাবা হতে হতে চলেছে।
আরও পড়ুন - দর্শকের রায়ে প্রথম স্থান থেকে ছিটকে গেল জগদ্ধাত্রী, এই সপ্তাহের বেঙ্গল টপার কে?
সেটা শুনে চমকে ওঠে 'বাবুর মা'। মনে মনে বলে ওঠে, কবে এত বড় হয়ে গেল বাবু? এই প্রোমো ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। মজার মজার কমেন্টে ভরে উঠেছে এই প্রোমোর কমেন্ট সেকশনে।