নতুন বছর(New Year) মানেই নতুন আশা, নতুন করে বাঁচার স্বপ্ন দেখা । করোনা আতঙ্কের মধ্যেও নতুন বছর উদযাপনে মেতে উঠেছে গোটা বিশ্ব । বাদ যায়নি বলিউড তারকারাও(Celebrities) । তবে করোনা(Corona) আবহে জাঁকজমক এবারে অনেকটাই কম । নিজেদের মতো করে নতুন বছরকে স্বাগত জানালেন বলিউডের(Bollywood) একাধিক তারকা ।
কাছের মানুষদের সঙ্গে দিনটা উদযাপন করেছেন সোহা আলি খান(Soha Ali Khan) । তিনি বাড়িতে একটি ডিনারের ব্যবস্থা করেছিলেন । সেখানে উপস্থিত ছিল সইফ আলি খান(Saif Ali Khan) ও করিনা কাপুর খান(Kareena Kapoor Khan) । ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোহা । সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ৫০ শতাংশ অতিথি নিয়ে এই ডিনার পার্টির আয়োজন করা হয়েছে । তাদের মধ্যে সবাই আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু ।
একেবারে নিজেদের মতো করে ২০২২-কে স্বাগত জানিয়েছেন দীপিকা পাডুকোণ(Deepika Padukone) ও রণবীর সিং(Ranveer Singh) । সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন রণবীর । যেখানে সুস্বাদু খাবার উপভোগ করতে দেখা যাচ্ছে দীপিকাকে । এদিন, অফ-শোল্ডার পোশাকে দারুণ লাগছিল দীপিকাকে । সেইসঙ্গে এই পাওয়ার কাপল যে তাঁদের ডিনারটা বেশ উপভোগ করছেন, ভিডিয়োতে তা একেবারে স্পষ্ট ।
আরও পড়ুন, Tarapith: নববর্ষে ভিড়ে উপচে পড়ল তারাপীঠ, শিকেয় কোভিড বিধিনিষেধ
বলিউডের আরেক পাওয়ার কাপল বিরাট কোহলি(Virat Kohli) ও অনুষ্কা শর্মা(Anushka Sharma) এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন । সেখানেই ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টি করলেন তাঁরা । একটি থ্রি-টায়ার কেকেরও ব্যবস্থা করা হয়েছিল । তার একঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুষ্কা শর্মা ।
সেইসঙ্গে বিরাটের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন অনুষ্কা । ক্যাপশনে লেখেন, "আমাদের সবথেকে বড় খুশি দিয়েছে এই বছর । ধন্যবাদ ২০২১ ।"
২০২২-কে স্বাগত জানাতে লন্ডনের বাড়িতেই ডিনারের আয়োজন করেছিলেন সোনম কাপুর(Sonam Kapoor) ও আনন্দ আহুজা(Anand Ahuja) । এদিন সোনাম পরেছিল একটি ব্ল্যাক ড্রেস । সঙ্গে ছিল হীরের গয়না, যা তাঁর সাজকে সম্পূর্ণ করেছে ।