নিজের কেরিয়ারে সাফল্যের চূড়ায় রয়েছেন নোরা ফতেহি। মডগাঁও এক্সপ্রেসে অভিনয় করে অভিনেত্রী হিসেবেও বেশ প্রশংসা পেয়েছেন নোরা। কিন্তু মুম্বইয়ে এসে নিজের জায়গা পাকা করার কাজটা মোটেও সহজ ছিল না। 'সাইকোপ্যাথ'দের সঙ্গে দিন কাটিয়েছেন তিনি। সম্প্রতি এমনটাই দাবি নোরা।
সম্প্রতি নিজের পুরোনো অভিজ্ঞতা শেয়ার করেছেন নোরা জানান, মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ভারতে এসেছিলেন নোরা। আরও নয়টি মেয়ের সঙ্গে একটি থ্রি-বিএইচকে অ্যাপার্টমেন্টে থাকতেন। তাঁদের মধ্যে দু'জনের সঙ্গে একটি ঘরে থাকতেন।
আরও পড়ুন - ট্র্যাডিশনাল পাঞ্জাবি সাজে নববধূ তাপসী, নায়িকার বিয়ের প্রথম ঝলক প্রকাশ্যে
এরপরেই নোরা নিজের রুমমেটদের 'সাইকোপ্যাথ' হিসাবে বর্ণনা করেন। বলেন, ওই দিনগুলিতে খুব খারাপ পরিস্থিতিতে কেটেছে। ঠিক করে খাওয়ার পর্যন্ত পেতেন না। সেসব দিন এখনও দুর্বিষহ মনে হয় নোরার কাছে।