নোরা ফাতেহির (Nora Fatehi) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। শনিবার সুকেশ দাবি করেছেন, জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) সঙ্গে সম্পর্ক থাকাকালীন নোরা ফাতেহি তাঁকে দিনে দশবার কল করতেন। কারণ জ্যাকলিনকে হিংসে করতেন নোরা। প্রতিনিয়ত নোরা তাঁর 'মগজধোলাই' ও করতেন। যাতে জ্যাকলিনকে ছেড়ে সুকেশ নোরার সঙ্গে সম্পর্কে আসেন। সুকেশের আরও অভিযোগ নোরার ফোন না ধরলেও তিনি বারবার ফোন করে বিরক্ত করতেন সুকেশকে।
২০০ কোটি টাকা আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফাতেহির। সুকেশের কাছ থেকেই তাঁদের দামি উপহার নেওয়ার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন- বাণিজ্যে বসতে লক্ষ্মী, অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়ল পাঠান
এর মধ্যেই সম্প্রতি জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে অহেতুক ভাবে এই ঘটনায় তাঁর নাম জড়িয়ে তাঁর কেরিয়ার ধ্বংস করার অভিযোগ তুলেছেন নোরা ফাতেহি। দায়ের করেছেন মানহানির মামলাও। শনিবার সেই প্রসঙ্গেই মুখ খোলেন অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর।