১১ বছরের অপেক্ষার অবসান। অবশেষে পর্দায় ফিরতে চলেছে 'ওহ মাই গড-২'। সোমবার সকালে শিবের লুকে ছবির একটি পোস্টার নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেন অক্ষয় কুমার।
পোস্টারে অক্ষয়ের মাথায় জটা, মাথায় লম্বা চুল, কপালে লেপা রয়েছে ছাই। গলায় নীল রং। শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন উপরে। পোস্টারের ক্যাপশনে লেখা, আর কিছুদিনের অপেক্ষা, আগামী ১১ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। শীঘ্রই সামনে আসবে টিজার।
আরও পড়ুন - ওয়েব সিরিজ হাতে খড়ি বিশাল ভরদ্বাজের, আসছে 'চার্লি চোপড়া', দেখা যাবে পাওলিকে
২০১২ সালে মুক্তি পায় অক্ষয় কুমারের ছবি 'ওহ মাই গড'। মুক্তির সময় হইচই ফেলে দিয়েছিল ছবিটি। এমনকি মুক্তির পরেও বছরের পর বছর ধরে এই ছবি বারবার প্রশংসিত হয়েছে। ফলে ছবির দ্বিতীয় ভাগের জন্য বাড়ছিল আগ্রহ। অবশেষে সামনে এল ছবি মুক্তির দিনক্ষণ।