আর দেরি নেই, রূপকথার দিন যে এসেই গেল। বলিউডের অন্দরে সাজ সাজ রব। ক্রিকেট দুনিয়াতেও হইচই। ভারতীয় ক্রিকেট দলের তারকা কে.এল রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সুনীল কন্যা আথিয়া শেঠি। বিরাট অনুষ্কার মতো এই বিয়ে নিয়েও বেজায় চর্চা চলছে দুই মহলে। আজ থেকেই শুরু হয়ে গিয়েছে জোর তোরজোর। মহারাষ্ট্রের খান্ডালায় সুনীল শেট্টির বিলাশবহুল বাংলোতে বসেছে এলাহি বিয়ের আসর৷ ২৩ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কে.এল রাহুল এবং আথিয়া৷
Hiraan Chatterjee: ঘরের ছেলে ফিরছেন ঘরে? বিজেপি বিধায়ক হিরণের পিছনে 'জোড়াফুল', হুহু করে ভাইরাল ছবি
খুব কাছের লোকজনকে নিয়েই ঘরোয়া বিয়ে সারছেন রাহুল আথিয়া। জানা গিয়েছে বেছে বেছে মাত্র ১০০ জন আমন্ত্রিত৷ ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে মেহেন্দি। ২৩শে বিয়ে। আমন্ত্রিতদের মোবাইল ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা। এদিকে, এই বিয়ের এক ঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছে পুরো বিনোদন জগৎ।