তাঁর সুর, তাঁর কণ্ঠের জাদু ছড়িয়েছে সারা বিশ্বে । সীমান্তের ওপারেও পৌঁছেছে তাঁর সুরেলা আওয়াজ । তাইতো , লতা মঙ্গেশকরের প্রয়াণে (Lata Mangeshkar Death) আজ শোকস্তব্ধ পাকিস্তানও ।
আজ সারাদিন পাকিস্তানের খবরের চ্যানেগুলিতে লতার গানের ক্লিপ দেখানো হয়েছে । এছাড়া, গানের জগতে তাঁর কৃতিত্ব তুলে ধরা হয়েছে । পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হুসেন (Fawad Hussain) এদিন টুইটে শোকজ্ঞাপন করেছেন । ফাওয়াদ লতা মঙ্গেশকরকে 'সুরের রানি' বলে সম্বোধন করেছেন । সেইসঙ্গে জানিয়েছেন, দশকের পর দশক ধরে তিনি সংগীত জগতে রাজত্ব করেছেন । তাঁর কণ্ঠ আগামীদিনে মানুষের হৃদয়ে রাজত্ব করবে ।
আরেকটা বিষয় হল, লতা মঙ্গেশকর পাকিস্তানি গজল শিল্পী মেহেদি হাসানের (Mehdi Hassan) গানের একজন অন্ধ ভক্ত ছিলেন । তিনি একবার বলেছিলেন, হাসানের গলা দিয়ে যেন ঈশ্বর গান করেন ।
আরও পড়ুন, Lata Mangeshkar : এক ঝলকে গানের সরণিতে লতা মঙ্গেশকর
২০০৯-১০ সাল নাগাদ একটি ডুয়েট গেয়েছিলেন লতা ও মেহেদি হাসান । তবে দূর থেকেই । 'সরহাদেঁ' অ্যালবামের 'তেরা মিলনা' গানের জন্য মেহেদি পাকিস্তানে বসেই রেকর্ড করেছিলেন । আর লতা ভারতে তাঁর গানের অংশ রেকর্ড করেছিলেন ।
দুই সংগীত কিংবদন্তি একে অপরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন । ২০১২ সালে যখন মেহেদি হাসান মারা গেলেন, তখন লতা মঙ্গেশকর তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন ।
লতা বলেছিলেন, সংগীত সবাইকে একত্রিত করে এবং সংগীতশিল্পীরা সর্বদা একে অপরের কাছাকাছি থাকে ।