নতুন বছরের শুরুতেই চমক। OTT-র পর্দায় ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ 'পঞ্চায়েত'-৩। ইতিমধ্যেই রিলিজের তারিখ ঘোষণা করেছে নির্মাতা সংস্থা। আগামী ১৫ জানুয়ারি থেকে প্রাইম ভিডিয়োয় স্ট্রিমিং শুরু হতে চলেছে এই ওয়েব সিরিজ।
২০২০ সালের ৩ এপ্রিল প্রথমবার অ্যামাজন প্রাইম ভিডিয়োয় TVF-র প্রযোজনার 'পঞ্চায়েত'-এর স্ট্রিমিং হয়। প্রথম সিজনের প্রায় দু'বছর পর ২০২২ সালের মে মাসে রিলিজ হয় 'পঞ্চায়েত সিজন টু'। আর এবার দ্বিতীয় সিজনের আট মাসের মধ্যেই মুক্তি পাচ্ছে জনপ্রিয়তম ওয়েব সিরিজ 'পঞ্চায়েত সিজন থ্রি'।
আরও পড়ুন - ইরফান খানের জন্মবার্ষিকীতে বলিউডে অভিনয়ের সংজ্ঞা বদলে দেওয়া অভিনেতাকে শ্রদ্ধার্ঘ্য
এই সিরিজের মুখ্য চরিত্র 'অভিষেক স্যারের' ভূমিকায় রয়েছেন জিতেন্দ্র কুমার। অন্যদিকে প্রহ্লাদ, ভূষণ এবং বিনোদের চরিত্রে অভিনয় করেছেন অশোক ঠাকুর, দুর্গেশ কুমার ও ফৈজল মালিক। সিরিজটি পরিচালনা করেছেন দীপক মিশ্র, লিখেছেন চন্দন কুমার। আগের দুটি সিজনের মতোই পঞ্চায়েত থ্রি-তেও আটটি পর্ব থাকবে। এক-একটি পর্ব ২০ থেকে ৪৫ মিনিট দীর্ঘ হবে।