সদ্য গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra), এর মধ্যেই মলদ্বীপ উড়ে যাচ্ছেন নায়িকা। বিয়ের পরের প্রথম বেড়ানো সাধারণত স্বামীর সঙ্গেই হয়। কিন্তু পরিণীতির এই ট্রিপে সঙ্গে নেই রাঘব। ট্রিপের ঝলক শেয়ার করে, পরিণীতি জানিয়েছেন এটি একটি অল-গার্লস ট্রিপ।
নীল আকাশের তলায়, চারিদিকে বিস্তৃত সমুদ্র। ছবিটি শেয়ার করে পরিণীতি লিখেছেন, ‘আমার হানিমুন নয়।’ তিনি হ্যাশট্যাগ ‘গার্লস ট্রিপ’ লিখে বুঝিয়ে দিয়েছেন এই ট্রিপ শুধু মেয়েদের।
Jeet: দেবীপক্ষে বাবা হলেন টলিপাড়ার 'বস', ফুটফুটে রাজপুত্তুর এল মোহনার কোলে
২৪ সেপ্টেম্বর উদয়পুরে গাঁটছড়া বাঁধেন পরিণীতি ও রাঘব। লীলা প্যালেসে অনুষ্ঠিত হওয়া সেই বিয়ের ছবি ভিডিও গত কয়েকদিন ধরে দাপিয়ে বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার একেবারে ছুটির মেজাজে নায়িকা।