দীর্ঘ কয়েক বছর পর পর্দায় ফিরছেন কিং খান (Shah rukha Khan)। আগামী ২৫ তারিখ শাহরুখ-দীপিকার ছবি 'পাঠান' (Pathaan) মুক্তি পেতে চলেছে। এই ছবি মুক্তির আগেই কার্যত ব্লকব্লাস্টার। ২৩ শে জানুয়ারি অবধি অগ্রিম টিকিট বিক্রির নিরিখে ইতিমধ্যেই ২০ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে সিদ্ধার্থ আনন্দের এই ছবি।
BookMyShow এর COO আশীষ সাক্সেনা ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দীর্ঘ চার বছর পর ধামাকাদার এন্ট্রি নিচ্ছেন কিং খান৷ জেট গতিতে বাড়ছে টিকিট বিক্রয়।
Chennai Express 2: ফের রোহিত শেট্টির ছবিতে শাহরুখের ম্যাজিক! আসছে 'চেন্নাই এক্সপ্রেস ২'?
BookMyShoW -তে বহু প্রতীক্ষিত এই অ্যাকশন থ্রিলারের ইতিমধ্যেই ১ মিলিয়ন টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দেশজুড়ে প্রায় ৩৫০০ স্ক্রিনে পাঠান দেখার জন্য বিক্রি হয়েছে টিকিট। দর্শকদের চাহিদা অনুযায়ী সকালের দিকেও বাড়ানো হচ্ছে শো।