'পাঠান' (Pathaan) ঝড়ের প্রভাব ক্রমে ছড়িয়ে পড়ছে দেশ থেকে বিশ্বে। বিশ্বজুড়ে বক্স-অফিসে তৃতীয় দিনেও চোখ কপালে ওঠার মতো কালেকশন শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত এই নতুন ছবির। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' মাত্র ৩ দিনেই দেশে প্রায় ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে! সবমিলিয়ে দেশ-বিদেশ জুড়ে (Worldwide Box Office Collection) ৩ দিনে 'পাঠান'-এর ব্যবসার অঙ্ক ছাড়িয়ে গেল ৩০০ কোটি টাকার অঙ্ক! ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা টুইটারে শেয়ার করেন 'পাঠান'-এর তৃতীয় দিনের বক্স-অফিস কালেকশন। যা দেখে নিজেদের আবেগ চেপে রাখতে পারেননি অগণিত শাহরুখ খান ভক্ত নেটিজেনরা।
ভারতে তৃতীয় দিনে 'পাঠান' ব্যবসা করেছে ৩৪ কোটি টাকা থেকে ৩৬ কোটি টাকার মধ্যে। ‘পাঠান’ই একমাত্র হিন্দি ছবি যা মুক্তি পাওয়ার প্রথম দিনেই ৫৫ কোটি টাকা তুলে নিয়েছে। ছবি মুক্তির তৃতীয় দিনে ‘পাঠান’ ২০০ কোটি টাকা তুলে নিয়েছে। এর আগে বলিউডের আর কোনও ছবি এই নজির গড়তে পারেনি। অতিমারির পর ‘পাঠান’ই প্রথম হিন্দি ছবি যা মুক্তির দিনে সর্বোচ্চ আয় করেছে।
আরও পড়ুন: জন্মদিনেই এনগেজমেন্ট সারলেন সুস্মিতা, কী বললেন অভিনেত্রী?
শাহরুখ খানের ছবির নির্ঝঞ্ঝাট প্রদর্শনীর জন্য দেশের সমস্ত রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া। উল্লেখ্য, 'পাঠান'-এর প্রথম গান 'বেশরম রং' মুক্তির পরই 'বয়কট পাঠান'-এর ডাক দিয়েছিলেন একটি বিশেষ রাজনৈতিক মতে বিশ্বাসী অনেকে। শাহরুখ খানের আসমুদ্রহিমাচল জনপ্রিয়তার কাছে যা কার্যত খড়কুটোর মতো উড়ে গেল।
৪ বছর ১ মাস বাদে 'পাঠান'-এর মাধ্যমেই বড় পর্দায় ফিরে এলেন বলিউডের বাদশা। বেশ কয়েক বছর ধরে যাঁর ঝুলিতে কোনও 'সুপারহিট ছবি' ছিল না। সেই প্রত্যাশা পূর্ণ করে দিল যশরাজ ফিল্মসের এই নতুন ছবি৷