'পাঠান' (Pathaan Movie) হয়তো এখনও অনেকেরই দেখা হয়ে ওঠেনি । শো হাউসফুল থাকার কারণে অনেকে হয়তো টিকিট পাচ্ছেন না, কিংবা সিনেমা দেখার সময় পাচ্ছেন না । এবার তাঁদের জন্য সুখবর । ওটিটি-তে (OTT) আসছে 'পাঠান' । সূত্রের খবর, এক ওটিটি প্ল্যাটফর্ম 'পাঠান' কিনে নিয়েছে প্রায় ১০০ কোটি টাকায় ।
জানা গিয়েছে, 'পাঠান' কিনে নিয়েছে অ্যামাজন (Amazon Prime video) । সূত্রের খবর,খুব শীঘ্রই অ্যামাজন প্রাইমেই নাকি দেখা যাবে এই সিনেমা । যদিও, এই বিষয়ে, শাহরুখ বা ছবি নির্মাতা কিংবা অ্যামাজনের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি ।
আরও পড়ুন : Neel-Trina : তৃতীয় বিবাহবার্ষিকীতে একসঙ্গে থাকছেন না নীল-তৃণা, শেষ হয়েও শেষ হচ্ছে না বিচ্ছেদের জল্পনা !
'পাঠান ঝড়' অব্যাহত । শাহরুখ খান- দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবি মাত্র ৬ দিনেই ঘরে তুলে ফেলেছে ৬০০ কোটি টাকা । 'পাঠান' মুক্তি পেতেই বলিউডের পালেও লেগেছে হাওয়া। দক্ষিণী সিনেমার দাপটে মাঝে হিমসিম খাওয়ার জোগাড় হয়েছিল বলিউডের । অবশেষে পাঠানের উত্থানে সে খরাও কাটছে ৷ তথ্য বলছে, কেবল দেশেই ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে পাঠান । এখনও প্রায় প্রতিটি হলই হাউজফুল।