আর কিছুক্ষণ পরেই আপ নেতা রাঘব চাড্ডা এবং বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে সম্পন্ন হবে। তার আগে রাজস্থানের উদয়পুর লীলা প্যালেসের বাইরে এল রাঘব-পরিণীতির সঙ্গীতের ছবি। সোশাল মিডিয়ায় এই ছবি পোস্ট করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। ছবি শেয়ার করার পাশাপাশি ওই পোস্টে মধু চোপড়া লিখেছেন, পাত্র-পাত্রীকে অনেক শুভেচ্ছা। ভাল থেকো।
জানা গিয়েছে, নব্বই দশকের বলিউডের গানের থিমেই সাজানো হয়েছিল রাঘব-পরিণীতির সঙ্গীত। সূত্রের খবর, পঞ্জাবী গায়ক নিরজ হন্সের পারফরম্যান্সে জমে উঠেছিল সঙ্গীতের অনুষ্ঠান।
গানের পাশাপাশি আনন্দ আর খানা-পিনায় জমে উঠছিল লীলা প্যালেসের রাত। রবিবারই বিবাহ হতে চলেছে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার। বরযাত্রি হিসাবে রাজস্থানে হাজির হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।