আদিপুরুষ নিয়ে বিতর্ক যেন থামার নাম করছে না। মুক্তির আগে থেকেই ছবি নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এবার এই ছবির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করল হিন্দু সেনার দল। তাঁদের অভিযোগ, ছবিতে রাম , সীতা, হনুমানের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। এবং ছবি বন্ধের দাবিও তোলা হয়। হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তর মতে, ছবিগুলি থেকে অবিলম্বে ‘আপত্তিকর’দৃশ্য গুলি বাদ দিতে হবে।
Adipurush : মাল্টিপ্লেক্সের চেয়ারে বসে 'আদিপুরুষ' দেখছেন স্বয়ং রামভক্ত হনুমান, ভিডিও দেখেছেন ?
বলা হয়েছে, “এই ছবিতে ধর্মীয় চরিত্রদের যে ভাবে চিত্রায়িত করা হয়েছে তা অসঙ্গত। বাল্মীকির রামায়ণে যা ছিল তার সম্পূর্ণ বিপরীত। এতে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।’ আবেদনে সাইফ আলি খানের চরিত্র, রাবণের দাড়িওয়ালা চেহারা নিয়েও আপত্তি উঠেছে। আরও বলা হয়েছে, বলা হয়েছে, ‘হিন্দু ব্রাহ্মণ রাবণের ভুলভাবে একটি ভয়ঙ্কর মুখ তৈরি দেখানো হয়েছে যা হিন্দু সভ্যতার চরম অপমান।’