আর ইমোজিতে মুখ ঢেকে বা আড়াল করে নয়। এবার একমাত্র কন্যা মালতী মেরি চোপড়া জোনাসের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas)। গত বছর জানুয়ারিতে সারোগেসিতে জন্ম হয় মালতীর, তারপর থেকেই চর্চায় খুদে। অবশেষে 'জোনাস ব্রাদার্সের' ওয়াক অফ ফেম সেরেমনিতেই মেয়েকে প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি।
প্রিয়াঙ্কার কোলে বসে আপনমনে খেলছে মালতী, কখনও বা ছটফটে চোখে দেখে ফেলছে চারিপাশ। তাকে সামাল দিতে প্রিয়াঙ্কাও কার্যত হিমসিমই খাচ্ছেন যেন৷ খুদের পরনে সাদা সোয়েটার মাথায় সুন্দর একটি সাদা ব্যান্ড। এক গাল হাসিতে ফার্স্ট লুকেই নেটিজেনদের মন কেড়েছে প্রিয়াঙ্কা কন্যা।