সারোগেসির মাধ্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) । শুক্রবার গভীর রাতে এই সুখবর প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছা বন্যায় ভেসেছেন নিকিয়াঙ্কা । যদিও, নিজেদের সন্তানের নাম বা লিঙ্গ কোনওটাই সামনে আনেননি তাঁরা । তবে প্রিয়াঙ্কার তুতো বোন মীরা চোপড়া (Meera Chopra) জানিয়েছেন, মেয়ের মা হয়েছেন প্রিয়াঙ্কা ।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মীরা এও জানিয়েছেন, প্রিয়াঙ্কা বরাবরই অনেক সন্তান চেয়েছে । আর তাই প্রিয়াঙ্কার জীবনে নতুন অধ্যায়ের জন্য বেশ খুশি মীরা ।
আরও পড়ুন, Priyanka Chopra: মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, সারোগেসির সাহায্যে প্রথম সন্তানের অভিভাবক নিকিয়াঙ্কা
সাক্ষাৎকারে মীরা বলেন, "ও বরাবর অনেক সন্তানের মা হতে চেয়েছে । ওর জীবনের নতুন এই অধ্যায়ের জন্য আমি খুব খুশি । আমি জানি, প্রিয়াঙ্কা ওর কন্যা সন্তানের সুপারমম হবে । জীবনের সব ক্ষেত্রে ও সফল । মাতৃত্ব ওর ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তুলবে । আমরা গর্বিত ।"
যদিও এখনও পর্যন্ত, নিজেদের সন্তানের নাম বা লিঙ্গ কোনওটাই প্রকাশ্যে আনেননি নিকায়াঙ্কা । শুধুমাত্র ঘরে নতুন অতিথি আসার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁরা । ২০১৮ সালে ডিসেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিক-প্রিয়াঙ্কা ।