২০০০ সালের মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়ার কেরিয়ার অকালেই শেষ হতে বসেছিল। তাও নাকি নাকের অস্ত্রোপচারের কারণে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দেশি গার্ল।
অভিনয় জীবনের গোড়ার দিকে স্মৃতিচারণ করছিলেন প্রিয়াঙ্কা। জানান, এক সময়ে তাঁকে চিকিৎসক জানিয়েছিলেন তাঁর নাকের ভিতরে একটি পলিপ রয়েছে অস্ত্রোপচার করতে হবে। এই অস্ত্রোপচারের কারণেই সমস্যায় পড়েছিলেন প্রিয়াঙ্কা।
ভয়াবহ হয়ে গিয়েছিল তাঁর চোখ, মুখের অবস্থা। বাড়ি থেকে বেরোতেন না। ভেবেছিলেন শেষ হয়ে যাবে তাঁর অভিনয়ের কেরিয়ার। এরপর আরও একটি অস্ত্রোপচার করানো হয়। সেই সময় থিয়েটারে উপস্থিত ছিলেন অভিনেত্রীর বাবা অশোক চোপড়া। তিনি থাকার কারণে মনে বল পেয়েছিলেন তিনি।
আগে অনেক বারই গুঞ্জন উঠেছিল সার্জারি করে নিজের সৌন্দর্য বাড়িয়ে তুলেছেন প্রিয়াঙ্কা। যদিও এমন ঘটনা বলিউডে নতুন কিছু নয়। তবে, এই প্রথম এই বিষয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা। যদিও একথা স্পষ্ট জানিয়েছেন তিনি, এটা সৌন্দর্য বাড়ানোর কারণে নয় সম্পূর্ণই স্বাস্থ্য জনিত কারণে।