সময়টা বেশ ভালোই যাচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar), সদ্য বিচ্ছেদ পর্ব মিটেছে, রাহুলের সঙ্গে নতুন করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। এবার বলিউডে অভিষেক করতে চলেছেন প্রিয়াঙ্কা। তিনি জুটি বাঁধবেন ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত শারিব হাশমি। অনীক চৌধুরির পরিচালনায় ‘দ্য জেবরাস’-ছবিতে দেখা মিলবে এই নতুন জুটির।
Ranojoy-Shyampouti : গুড্ডি শেষ হতে না হতেই ফের কামব্যাক হচ্ছে রণজয়-শ্যামৌপ্তির, কোথায় কবে, জেনে নিন
ছবির মূল গল্প জগতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও তার পরিণাম কেন্দ্র করে। ছবির নামের কী গুরুত্ব? পরিচালক জানিয়েছেন ,জেব্রার মতো মানুষের জীবনে সাদা-কালো দিক আছে। যা উপর থেকে সবসময় বোঝার উপায় থাকে না। কিন্তু AI নিমেষে সেই সাদাকালো দিক সামনে আনছে। এই নিয়েই এগোবে ছবির গল্প।