১২ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী। পাত্রী রাধিকা মার্চেন্ট। তবে প্রাক্-বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে মার্চ মাস থেকে। ইতিমধ্যেই রাধিকার সঙ্গীতের পোশাক দেখে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন সকলে। এবার প্রকাশ্যে এল তাঁর গায়ে হলুদের পোশাক। যা দেখে রীতিমতো চোখ কপালে নেটিজনদের।
কেমন সেজেছিলেন রাধিকা?
পাত্রী রাধিকার গায়েহলুদের পোশাকে ছিল অভিনবত্ব। পোশাকশিল্পী অনামিকা খান্নার ডিজাইন করা হলদে রঙা লাহেঙ্গা পরেছেন রাধিকা। গায়ে হলুদের পোশাকের লেহেঙ্গার ওড়নায় ছিল আসল চমক। কারণ সূক্ষ ফুলের ওড়নায় সেজেছিলেন তিনি। যে ওড়নার পাড় ধরে সাজানো ৯০ এর বেশি তাজা গাঁদাফুল।
আর রাধিকার গোটা ওড়না তৈরি হয়েছে হাজার হাজার টাটকা বেল ফুলের কুঁড়ি দিয়ে। সঙ্গে ছিল মানানসই ফুলের গয়না। কানে দুল। গলায় মালা, হাতে হাতপদ্ম-সহ একাধিক ধবধবে সাদা অলঙ্কার। ছিমছাম সাজ হলেও রাধিকার পোশাকে ছিল অভিনব রাজকীয় ছোঁয়া। একঝলক দেখে রাধিকাকে 'আলোকদীপ্তি' বললেও যেন কম বলা হয়।