রাঘব পরিণীতির চার হাত এক হয়েছে গত ২৪ তারিখ। হাইভোল্টেজ এই বিয়ের দিকে চোখ ছিল গোটা দেশেরই। রাজনীতি বিনোদন জগৎ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, ইতিমধ্যেই তাঁদের শুভক্ষণের একাধিক ভিডিয়ো দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
এর মধ্যে নজর কাড়ল আরও একটি ভিডিও যেখানে রাঘব চাড্ডাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর সঙ্গে ঢোলের তালে জমিয়ে নাচতে দেখা যায়।
Sandipta Sen: একা নয় এবার 'দোকা' দেশ ছেড়েছেন সন্দীপ্তা, থাইল্যান্ডে তাঁর 'স্পেশাল' ফোটোগ্রাফারটি কে?
শোনা যাচ্ছে, রাজনীতি এবং বিনোদন জগতের অতিথিদের জন্য দুটি পৃথক রিসেপশন পার্টির আয়োজন করেছেন নবদম্পতি। একটি দিল্লিতে এবং আরেকটি মুম্বইতে।