পর্নোগ্রাফি কাণ্ডে নাম জড়িয়েছিল অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার। যার জেরে দীর্ঘ দিন তাঁকে গরাদের ওপারেও কাটাতে হয়েছে।
এবার সেই কাহিনী রুপোলি পর্দায় তুলে ধরার কথা ভাবছেন 'শিল্পা'পতি রাজ। তৈরি হতে চলেছে তাঁর জীবনের গল্প। আর মুখ্যভূমিকায় অভিনয় করতে চলেছেন খোদ রাজ।
পর্নোগ্রাফি ছবি বানিয়ে বিভিন্ন অ্যাপ মারফত তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯ জুলাই ২০২১ সালে গ্রেফতার করা হয়েছিল রাজ কুন্দ্রাকে। মুম্বইয়ের আর্থার রোড জেলে ৬৩ দিন কাটাতে হয়েছিল তাঁকে।
আরও পড়ুন - 'জওয়ান'-এর মেট্রো দৃশ্যে 'বেকারার কারকে' গানের কোরিয়োগ্রাফ করেছেন শাহরুখ স্বয়ং,জানাচ্ছে সূত্র
জীবনের সেই ৬৩ দিনকেই নিজের বায়োপিকে বেশি প্রাধান্য দিতে চলেছেন রাজ। কানাঘুষো শোনা যাচ্ছে, চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই শুরু হবে শুটিং।