আইপিএল শেষে হলে আবার বিশ্বকাপ। জুনের গোড়ায় আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আবহে বলিউডে মুক্তি পেতে চলছে আরও এক ক্রিকেট ড্রামা মিস্টার অ্যান্ড মিসেস মাহি। তার আগে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত এই ছবি ট্রেলার সামনে এল।
ক্রিকেট ভালবাসে দম্পতি। নাম থেকে শখ, সব এক। বিয়ের পর জানা যায় ডাক্তার স্ত্রীর প্রথম ভালবাসা ক্রিকেট। ব্যস তারপর সিনেমায় নয়া টুইস্ট। এরপর কী হবে, তা জানা যাবে ৩১ মে। ওই দিন মুক্তি পাচ্ছে শরণ শর্মার এই ছবি।
করণ জোহর এই ছবির প্রযোজক। এই ছবির আগে বলিউডে হরর কমেডি রুহিতে একসঙ্গে অভিনয় করেছিলেন রাজকুমার ও জাহ্নবী। এবার ক্রিকেটের প্রেক্ষাপটে তৈরি প্রেমের গল্পে একসঙ্গে দেখা যাবে দু’জনকে।