আজ ঐতিহাসিক রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তাবড় তারকারা। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাটও। নীলাভ শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রী। তাঁর শাড়িটিকে সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখা যাবে তাঁর শাড়িতে ফুটে উঠেছে রামায়ণের মোটিফ।
Mamata Banerjee : কালীঘাটে পুজো দিয়ে হাজরায় মমতা, শুরু তৃণমূলের সংহতি মিছিল
কোলাপুরি হিল, পোল্কি কানের দুল, আর নীল শালে সেজেছিলেন বলিউডের ‘গাঙ্গুবাঈ’, চোখে ছিল সানগ্লাস। বলিউডের রোহিত শেট্টি, আয়ুষ্মান খুরানা, ভিকি, ক্যাটরিনাদের সঙ্গে গলায় গেরুয়া উত্তরীয় পরে ফ্রেমবন্দিও হতে দেখা গিয়েছে তাঁকে। রণবীরের পরনে ছিল জরির কাজ করা সাদা শেরওয়ানি।